ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি অনুযায়ী (ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল অ্যাথলেটিকস, দাবা, টেবিল টেনিস, কাবাডি প্রভৃতি) সপ্তাহ/মাসব্যাপী প্রশিক্ষণ ও প্রতিযাগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন খেলাধুলায় সহযোগিতা প্রদান ও দায়িত্ব পালন করেন। ২০১৮-১৯ অর্থ বছর হতে দেশব্যাপী শুরু হয়েছে ''জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) পরবর্তীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল, টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)'' আয়োজন করে আসছে। ২০২২ সাল থেকে জেলা জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান আন্ত:কলেজ ফুুটবল টুর্নামন্টে শুরু হয়েছে।ঝিনাইদহ জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা সফলতার সাথে শেষ হয়।ঝিনাইদহ জেলা দল ১ম আসরের খুলনা বিভাগীয় পর্যায়ে রানার-আপ হওয়ার গৌরভ অর্জন করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস